দীপিকা-আনুশকার পর এবার নিজের প্রোডাকশন হাউস খুলতে চলেছেন ক্যাটরিনাও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্যাট।
তিনি বলেন, “আমার ব্যানারের ছবিগুলো হয়তো স্বল্প-দৈর্ঘ্যের এবং একটু অন্যরকম হবে কিন্তু ছবিগুলো সবার সঙ্গে দেখা সম্ভব।”
এমনকি, নিজের প্রোডাকশনেও অভিনয় করার কথাও ভাবছেন বলে জানান।
সালমান-ক্যাটরিনা অভিনীত 'ভারত' মুক্তি পেয়েছে ঈদের দিন। আর মুক্তির দিনই রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। 'জিরো' থেকে 'ভারত' সব ছবিতেই ক্যাটরিনার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই।
প্রসঙ্গত, এই মাসের শেষেই 'সূর্যবংশী' ছবির শুটিং শুরু করবেন ক্যাটরিনা। তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। ছবিটি পরিচালনা করছেন রোহিত শেট্টি।
অজয় দেবগনের 'সিংহাম' এবং রণবীর সিং-এর 'সিম্বা' সিরিজের তৃতীয় ছবি এটি। 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়' এর পর এই সিরিজের পরবর্তী ছবিতেও ক্যাটরিনা থাকবেন বলে জানিয়েছেন সলমন।
প্রসঙ্গত, এর আগে দীপিকা এবং আনুশকাও শুরু করেছেন নিজেদের প্রোডাকশন হাউস। দীপিকার পরবর্তী ছবি 'ছপক'-এর মাধ্যমে যাত্রা শুরু করতে চলেছে তার প্রোডাকশন হাউস। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১০ জানুয়ারি।
অন্যদিকে, আনুশকার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মসের ঝুলিতে ইতোমধ্যেই রয়েছে 'NH10','ফিল্লৌরি' এবং 'পরী'-র মতো ছবি।
বিডি প্রতিদিন/কালাম