বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিতে ‘প্রাণে প্রাণে আওয়াজ তোলো’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রাণ গ্রুপের বেভারেজ ব্র্যান্ড ‘চিয়ার আপ’।
মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ, পূজা ও ঐশ্বর্য্য। ভিডিওতে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর।
‘প্রাণে প্রাণে আওয়াজ তোলো’ শিরোনামের গানটি সম্প্রতি চিয়ার আপ এর ফেসবুক পেজ, ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। গানটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে গানটির ভিউ হয়েছে প্রায় পাঁচ লাখ।
গানটির কণ্ঠ শিল্পী আসিফ আকবর বলেন, ‘প্রায় ১৫ বছর পর ক্রিকেট দলকে নিয়ে গান করলাম। নিজেদের সবটুকু উজার করে দিয়ে গানটি করেছি। আশা করি গানটি শ্রেতাদের মুখে মুখে থাকবে।
‘প্রাণে প্রাণে আওয়াজ তোলো’ গানটির গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ। নির্দেশনায় ছিলেন মাহমুদ মাহিন। গানটি শুনতে https://www.youtube.com/watch?v=PGSp7LpwYJc লিংকে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম