সা রে গা মা পা প্রতিযোগিতার ছোটদের আসরে জিতেছেন ১৪ বছর বয়সী সুগন্ধা। ২০১৩ সালে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিল সে।
'সা রে গা মা পা লি'ল চ্যাম্প ২০১৯' প্রতিযোগিতায় সেরা ছয়ে আরও ছিল আস্থা দাস, আয়ুশ, আনুশকা পত্র, প্রিতম আচার্য ও মোহাম্মদ ফয়েজ।
রবিবার অনুষ্ঠিত গ্রান্ড ফিনালেতে অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও মিকা সিং। সরাসরি গেয়ে দর্শক মাতিয়েছেন সঙ্গীতশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। 'কবীর সিং' ছবির প্রচারে এসেছিলেন বলিউড তারকা শহীদ কাপুর ও কিয়ারা আদভানি।
জেতার পর পুরস্কার হিসেবে সুগন্ধা পেয়েছে ৫ লাখ রুপি। সুগন্ধা জানিয়েছে সে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের সিনেমাতে গাইতে আগ্রহী।
সূত্র: আইবিটাইমস
বিডি প্রতিদিন/ফারজানা