ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘এমন যদি হতো। সোহাইল রহমানের গল্পে এই স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মুরসালিন শুভ। চিত্রনাট্য তৈরির পাশাপাশি এটি নির্মাণও করেছেন তিনি।
চলচ্চিত্রটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সুমাইয়া হিমি। এছাড়াও আরও অভিনয় করেছেন শেখ মাহবুব, মিলি মুন্সি প্রমুখ।
রোমান্টিক-কমেডি ধাঁচের এই নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘গল্পে অনেক টুইস্ট রয়েছে। রোমান্টিক নাটক হলেও একটু কমেডির আঁঁচ রয়েছে। সবাই ভালো কিছু করার চেষ্টা করেছি।’
শামীম সরকার বলেন, ‘গল্প ও নির্মাণ চমৎকার। অনেক যত্নসহকারে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে হিমিও অনেক সার্পোট দিয়েছে। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম