১৩ জুন। ‘নারী উত্যক্তকরণ প্রতিরোধ দিবস’। নারীর স্বাভাবিক চলাচল, জীবনযাপন অবাধ, সমুন্নত করা ও তাদের অধিকার এবং সন্মান বজায় রাখার লক্ষ্যে দিবসটি পালিত হয়।
সভ্যতার সূচনালগ্ন থেকে বিশ্বের সব উন্নয়নের সম-অংশীদার হিসেবে পুরুষের পাশাপাশি নারীর অবদান অনস্বীকার্য। নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। কিন্তু তারপরও বিশ্বব্যাপী নারীরা প্রতিনিয়ত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে।
নারী উত্যক্তকরণ বন্ধ করে তাদেরকে প্রকৃত সম্মান ও স্বীকৃতি দানের আহ্বানে মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন বেশ কয়েকটি গান। যার মধ্যে ‘কন্যা বলে করো না হেলা’, ‘নারী কি এতই নগণ্য’, ‘কে বলে নারী পরাধীন’, ‘বন্ধ করো ইভটিজিং’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
এগুলোর মধ্যে ‘কন্যা বলে করো না হেলা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজ'র স্মরণ। ‘নারী কি এতই নগণ্য’ গানটি গেয়েছেন লুইপা। আর ‘কে বলে নারী পরাধীন’ গানের দুটি ভার্সন করা হয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন মেহেদী হাসান। অন্যটিতে নন্দিতা। তিনটি গানেরই সুর দিয়েছেন জনপ্রিয় সুরকার প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।
অন্যদিকে, ‘বন্ধ করো ইভটিজিং’ গানটিতে সুরারোপ করেছেন ইবরার টিপু। কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠের গানটিতে সুর মিলিয়েছেন কনা। সবগুলো গানই মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট খালিদ সংগীত ডটকম (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। এছাড়াও, ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ছাড়া হয়েছে লিরিক্যাল ভিডিও।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, এই গানগুলোয় নারীর প্রতি বৈষম্য রোধ, নারীর সমান সুযোগ নিশ্চিত এবং তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেয়ার কথা বলা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে গানগুলো গ্রহণযোগ্যতা পাবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ