ফরিদপুর মহানগর ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আহমেদ জুবায়ের নিলয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেবার কারণে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মলনে নিলয়ের মা লায়লা বেগম অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই বেলা ২টার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সিজানের নেতৃত্বে ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা খান তরঙ্গ, ফরিদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল আহমেদ মুন্নাসহ অজ্ঞাত ৫/৬ জন তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পুত্রবধূকে মারধোর করে। এসময় হামলাকারীরা মহানগর ছাত্রদলের ক্রীড়া সম্পাদক নিলয়কে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কোতয়ালী থানা পুলিশ তাদের কোন মামলা গ্রহন করেনি। হামলার ঘটনার সাথে জড়িত কাউকেও গ্রেফতার না করারও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিলয়ের মা লায়লা বেগম।
সংবাদ সম্মেলনে হামলায় আহত নিলয়ের স্ত্রী তানজিলা খান ইশা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ