বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরগুনা জেলা শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টায় বরগুনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরগুনা জেলা শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি ও জিপি অ্যাড. আব্দুল মজিদ তালুকদার, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পিপি অ্যাড নুরুল আমীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এর পিপি অ্যাড. রনজু আরা শিপু, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজবি উল কবির। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. আহসান হাবিব স্বপন।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুল ওয়াসী মতিন।
বিডি প্রতিদিন/আরাফাত