ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে তরিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে একটি ভাড়া করা ঘরের দরজা ভেঙ্গে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পেশায় সে গার্মেন্টস শ্রমিকের কাজ করতো এবং পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে তরিকুলের কোন খোঁজ ছিল না। রোববার ২৭ জুলাই তার স্ত্রীর তালাক নামা বাড়িতে পৌছালে তরিকুলের খোঁজাখুজি শুরু হয়। পরে তার ভাড়া বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় মৃতদেহ বিছানার উপর পড়ে আছে এবং মৃতদেহটি পঁচে বিকৃত হয়ে গেছে।
নিহত তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানায়, তার মামি জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর মামা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে। তিনি জানান, তার মামা গার্মেন্টেসে চাকরী করে অনেক টাকা জমিয়েছিল। টাকা শেষ হওয়ার পর সংসারে টানাটানি শুরু হয়। এক পর্যয়ে তার মামিও মামা তরিকুলকে তালাক দিয়ে চলে যায়।
এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদেহটি চেনার উপায় নেই। হয়তো এক সপ্তাহের বেশি আগে মারা গেছে। যে কারণে শরীরের চামড়াও পঁচে গেছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম