এবার ভারতের সর্বকালের সর্বোচ্চ ব্যয়ে সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’-এর গল্পই উঠে আসবে ব্যয়বহুল সিনেমায়। আর এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ঋত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। তাদের এই জুটি নতুন এক ইতিহাস হতে চলেছে। খবর এনডিটিভি’র।
রামের ভূমিকায় ঋত্বিক রোশন। আর সীতার চরিত্রে হালের ক্রেজ দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।
জানা গেছে, ‘রামায়ণ’র শুটিং হবে থ্রি-ডি ক্যামেরায়। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করবেন নীতেশ।
বিগ বাজেটের সিনেমাটি নিয়ে বলিউডে তুমুল আলোচনা চলছে। পাশাপাশি ঋত্বিক-দীপিকার ভক্তরাও অপেক্ষায় প্রিয় তারকার এই সিনেমা দেখার।
বিডি প্রতিদিন/হিমেল