৭১ প্রতিযোগীকে হারিয়ে মিস্টার ওয়ার্ল্ড ২০১৯ নির্বাচিত হয়েছেন ব্রিটিশ নাগরিক জ্যাক হ্যাজলউড। প্রথম রানার আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ফেজিল মিখিজে এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন মেক্সিকোর ব্রায়ান ফগিয়ের। ২৩ আগস্ট ফিলিপাইনে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
স্বাগতিক দেশ ফিলিপাইনের প্রতিযোগী জেবি স্যালিবা শেষ ১২ তে জায়গা করে নেন। তিনি পেয়েছেন মিস্টার ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক খেতাব।
বাংলাদেশের মেহেদী হাসান ফাহিম সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়েছিলেন। এর আগের আসরে সেরার খেতাব জিতেছিলেন ভারতের রোহিত খান্দেলাল।
বিডি প্রতিদিন/ফারজানা