মিউজিক্যাল শো তিব্বত লাক্সারী সোপ ‘গোল্ডেন সং’- এ গান গাইবেন কণ্ঠশিল্পী তরিক মৃধা।
অনুষ্ঠানটি প্রচার হবে সোমবার রাত ৮টায়।
জনপ্রিয় এই শিল্পীর গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই। তিনি গাইবেন নতুন ও পুরনো দিনের জনপ্রিয় কিছু গান। নিজের গাওয়া গানগুলো নিয়ে তরিক বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদের অনেক ভালো লাগবে।
সানজিদা তন্বীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন