বলিউডে এবার তারকা সন্তানদের ফ্যান ফলোয়িং বাড়ছে লাফিয়ে। কারিনা কাপুর ও সাইফ আলি খান পুত্র ছোট্ট তৈমুর হোক অথবা শাহ্রুখ খানের তিন সন্তান। সর্বদাই তারা প্রচারের আলোয়।
ফ্যান ফলোয়িংয়ের ক্ষেত্রে ধীরে ধীরে বাবার পথেই এগোচ্ছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ইনস্টাগ্রামে তিনি যে ছবিই পোস্ট করুন না কেন, মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি ঝড় তোলে বহু নারী হৃদয়ে।
বৃহস্পতিবার সকালে আরিয়ান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। কয়েক ঘন্টার মধ্যেই সেই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখের ওপরে। আর মন্তব্যে যদি নজর ফেরান, তাহলেই বুঝবেন জনপ্রিয়তার কোন শিখরে পৌঁছে গিয়েছেন কিং খানের জ্যেষ্ঠ পুত্র।
কেউ লিখেছেন, ‘আমাকে বিয়ে করো প্লিজ!’, আবার কেউ লিখলেন, ‘প্রথমে মনে হয়েছিল শাহরুখ... উফ এত সুন্দর কেন তুমি!’ কেউ তো সরাসরি প্রেম নিবেদনও করেছেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ