সম্প্রতি পশ্চিমবঙ্গের স্টেশনে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন রানু মণ্ডল। এরপর তিনি রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান। এবার সেই রানুকে নিয়ে গান গেয়ে ভাইরাল হলেন জিৎ।
‘রানু দিদির জয়’ শিরোণামের এই গানটিতে ফুটে উঠেছে রানু মণ্ডলের জীবন। গানটির প্রতিটা লাইন হৃদয় ছুঁয়ে যায়। গানের কথাগুলো এমন, ‘রানাঘাটের রানু দিদি হল রে ভাইরাল, গান গেয়ে বোম্বেতে করল কামাল।’
জিৎ দাস নামের এই শিল্পীর গাওয়া গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর সাড়া জাগিয়েছে। একজন শিল্পীকে সম্মান জানিয়ে আরেকজন শিল্পীর গান সচরাচর কমই নজরে আসে। তাই জিৎ-এর প্রশংসা করছে সবাই।
লতা মঙ্গেশকারের ‘এক পেয়ার কা নাগমা’ গানটি গেয়েই ভাইরাল হন রানাঘাটের রানু মণ্ডল। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে যায় তার ভাগ্য।
এরই মধ্যে হিমেশের ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমার জন্য ‘তেরি মেরি’সহ কয়েকটি গান গেয়ে ফেলেছেন রানু। এছাড়া পুজোর থিম সং গেয়েছেন রানু। উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়েছেন। রানু মণ্ডলকে নিয়ে সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছেন এক নির্মাতা।
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম