Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৯ ১০:৩৩

নেটফ্লিক্সে দেয়া শাহরুখের সাক্ষাৎকারের টিজার ভাইরাল

অনলাইন ডেস্ক

নেটফ্লিক্সে দেয়া শাহরুখের সাক্ষাৎকারের টিজার ভাইরাল

বলিউডের মহাতারকা শাহরুখ খান নেটফ্লিক্সের শো 'মাই গেস্ট নিডস নো ইন্ট্রুডাকশন উইথ ডেভিড লেটারম্যান'-এ অতিথি হয়েছেন। ওই পর্বটি আগামী ২৫ অক্টোবর প্রকাশিত হবে। শোয়ের ১.১৩ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি শেয়ার করে টুইটারে শাহরুখ লিখেছেন, 'সাক্ষাৎকার দেয়ার সময়টা বেশ উপভোগ করেছি। এতটা বিনয়ী আচরণের জন্য এবং ভালো মুহূর্ত উপহার দেয়ায় ডেভিড লেটারম্যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি একজন সত্যিকারের ভদ্রলোক!' 

শাহরুখের পাশাপাশি শোয়ে দেখা যাবে মার্কিন লেট নাইট শো উপস্থাপক ডেভিড লেটারম্যানকেও। গত ঈদে মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়িতে এসেছিলেন ডেভিড। ভিডিওতে সেই সফরের কিছু অংশও দেখানো হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য