Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৩৫
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৩৬

সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রীরা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রীরা, ভিডিও ভাইরাল

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো বিগ বস-এর ১৩তম আসর শুরু হয়ে গেছে। এই সিজনে রয়েছেন টেলিভিশনের একাধিক জনপ্রিয় অভিনেতা। রেশমি দেশাই থেকে সিদ্ধার্থ শুক্লা কিংবা আরতি সিং অথবা পঞ্জাবি অভিনেত্রী শাহনাজ গিল কিংবা বাঙালি-কন্যা দেবলিনা ভট্টাচার্য। সালমান খানের শোয়ে টেলিভিশনের জনপ্রিয় মুখরা ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন। এবার তারা উষ্ণতা ছড়ালেন সুইমিংপুলের পানিতে নেমে।

সম্প্রতি সামনে আসে বিগ বস ১৩-এর সুইমিংপুল পার্টির একটি প্রোমো। যেখানে শাহনাজ গিল, আরতি সিং, দেবলিনা ভট্টাচার্যদের একসঙ্গে পানিতে নামতে দেখা যায়। অর্থাৎ বিগ বসের ঘরের এলাকার মধ্যে যে সুইমিংপুল রয়েছে, সেখানে একসঙ্গে নেমে পড়তে দেখা যায় দেবলিনা ভট্টাচার্য, আরতি সং'দের। শুধু তাই নয়, পানিতে নেমে উষ্ণতা ছড়াতে শুরু করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীরা। যে ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায়।

বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য