কাজী তানজিলা আজীজের প্রযোজনায় কলকাতার ইউডি সিরিজ থেকে সম্প্রতি “বাহারী রঙে” শিরোনামে প্রকাশিত হয়েছে উপমহাদেশের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত তুষার দত্তে’র কণ্ঠে আটটি মৌলিক বাংলা গান নিয়ে একক অ্যালবাম। এই অ্যালবামের সবগুলো গানই লিখেছেন গীতিকার শহীদুল আলম তিতু এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুরকার লিটন দাশ।
এই অসামান্য অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশেরই কিংবদন্তীর গীতিকবি- “চোখ যে মনের কথা বলে”, “এ আঁধার কখনো যাবে না মুছে” সহ বহু কালজয়ী গানের গীতিকার কাজী আজিজ আহমেদ সাহেবকে।
“বাহারী রঙে” অ্যালবামটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই দু’দেশেরই সুস্থ সঙ্গীতের শ্রোতা এবং বোদ্ধা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই পণ্ডিত তুষার দত্ত’র উপস্থিতিতে ঢাকায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। তবে অ্যালবামটি এখন থেকেই ইন্টেরনেটে এবং বাজারে পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/মাহবুব