গানের ও অভিনয়ের জায়গায় সমান জনপ্রিয় তারকা তাহসান খান। এছাড়া একজন আদর্শ শিক্ষক ও বাবা হিসেবেও তার তুলনা হয় না। প্রতিনিয়তই নতুন নতুন চমক দিয়ে চলেছেন তার ভক্তদের। ফেসবুকে নতুন লুকের গোঁফওয়ালা ছবি দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের গোঁফওয়ালা একটি ছবি শেয়ার করেন তিনি। ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গোঁফে ভালো লাগবে কীভাবে? উত্তর জানতে আগামীকাল আবার আসবেন (How can I make my Moustache look good? The answer will be revealed tomorrow’)
ফেসবুকের এই পোস্টে তাহসানের অনেক ভক্তই মন্তব্য করেছেন। ভক্তরা সেখানে তাহসানের গোঁফওয়ালা লুক পছন্দ করে প্রশংসা করেছেন। উল্লেখ্য, সম্প্রতি শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন তাহসান খান। ‘আনমনে’ শিরোনামের সেই গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মালা।
বিডি-প্রতিদিন/শফিক