তরুণ ও প্রতিভাবান ব্রিটিশ অভিনেত্রী রোসা টেইলর (১৯) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
বিবিসির বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে হুন্দাই আই১০ গাড়িটি স্কানিয়া টিপার এইচজিভি’র (লরি) সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনাস্থলেই মারা যান রোসা।
পরিবার ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল, প্রাণবন্ত ও প্রিয়মুখ। তার বাবা গ্যারেথ টেইলর এক বিবৃতিতে বলেন, “রোসা যেমন দুর্দান্ত অভিনয় করত, তেমনি সে ছিল সবার জন্য এক মমতাময়ী মেয়ে। তার ভবিষ্যৎ ছিল অসাধারণ। খুব অল্প বয়সে তাকে হারালাম।”
ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা স্কেলমারসডেল আর্টজ সেন্টারে নিয়মিত অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে সংগীতনাট্যে পড়াশোনা করেন। চলতি বছর তিনি লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।
সম্প্রতি তিনি 'স্ক্রাম্পটিউস' নামের একটি থিয়েটার প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। দুর্ঘটনার দিন তিনি এই নাটকের শোতে অংশ নিতে কর্শাম লাইব্রেরিতে যাচ্ছিলেন।
শুধু মঞ্চেই নয়, শিশুদের জন্মদিনে জনপ্রিয় চরিত্রে সেজে পারফর্ম করতেন রোসা—যেমন, অ্যারিয়ানা গ্রান্দে, রাজকুমারী জেসমিন বা বেল। শিশুর মুখে হাসি ফোটানো ছিল তার অন্যতম ভালোলাগা। এছাড়াও তিনি অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও কর্মরত ছিলেন।
রোসার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে।
বিডি প্রতিদিন/আশিক