১১ ডিসেম্বর, ২০১৯ ০৮:১৪

সমালোচিত হচ্ছেন দেব-নুসরাত-মিমি

অনলাইন ডেস্ক

সমালোচিত হচ্ছেন দেব-নুসরাত-মিমি

শুটিংয়ের জন্য লোকসভার অধিবেশনে যোগ না দেয়ায় সমালোচিত হচ্ছেন কলকাতার তিন অভিনয়শিল্পী। তারা হলেন দীপক অধিকারী দেব, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এ নিয়ে ব্যাখ্যা দিয়েও ট্রল হচ্ছেন নুসরাত। এ তিন তারকাসহ নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন তৃণমূলের ৮ জন সাংসদ।

দেব-মিমি ও নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে টুইটারে বসিরহাটের সাংসদ নুসরাত জানান, সহকর্মী ও আমি এ নিয়ে ব্যাখ্যা দিতে চাই। আমরা শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। এটা আমাদের একটা অতিরিক্ত দায়িত্ব। সেটে ৩০০ এরও বেশি মানুষ প্রতিদিন ৩০০ টাকার মজুরিতে কাজ করেন।

সোমবার লোকসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ।  ভোটাভুটিতে বিলটি পাস করানোয় কোনও বাধাই ছিল না। তবে ২২ জন সাংসদকে হাজির থাকার জন্য নোটিশ জারি করে তৃণমূল। সেটি না মানেননি দেব, নুসরত ও মিমি।

ওই তিন জনের সঙ্গে অনুপস্থিত ছিলেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সাজদা আহমেদ, খলিলুর রহমান ও চৌধুরী মোহন জাটুয়া। সোমবার লোকসভায় সহজেই পাস হয়ে যায় বিলটি।  বিলের পক্ষে ৩১১ ভোট, বিলের বিপক্ষে পড়ে ৮০টি ভোট।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর