বলিউডের বাঙালি পরিচালক হীরেন নাগের হাত ধরে ১৯৮৪ সালে ছবির জগতে পা রাখেন পরবর্তী সময়ের সুপারস্টার মাধুরী দীক্ষিত। তার বিপরীতে অভিনয়ের জন্য হীরেন নাগ বেছে নিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ তাপস পালকে। ছবিটির নাম অবোধ।
মঙ্গলবার তাপস পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে শিল্পী মহল। টলিউডের পাশাপাশি তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করেন মাধুরী দীক্ষিত।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাধুরী লেখেন, তাপস পালের সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন। তাঁর প্রথম অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ তিনি।
তাপস পালের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাধুরী লেখেন, এই কঠিন সময় ঈশ্বর সহায় হন প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ