ইউটিউবে প্রকাশ পেল জিয়াউদ্দিন আলমের কথায় ইবরার টিপু ও কর্নিয়ার প্রথম গান ‘ নাওনা আমায়’।
রেজোয়ান শেখ এর সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইবরার টিপু ও কর্নিয়া।
তারা এই প্রথম গাইলেন ডুয়েট গান ‘নাওনা আমায়’। এর আগো কখনও তাদের একসাথে কোন গানের কাজ করা হয়নি। জিয়াউদ্দিন আলমের কথায় এর আগে ইবরার টিপু ও কর্নিয়া বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন একক ভাবে।
প্রথম তাদের দুইজন কে এক সাথে করলেন আলম। সিনেমাটিক সুপার রোমান্টিক গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করছেন আলোচিত সিনোমা ওস্তাদ চলচ্চিত্রের নবাগত নায়িকা উষ্ণ হক ও সুপার হিরো আসিফ ইমরোজ। অসাধারণ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নাট্য নির্মাতা ওসমান মিরাজ।
‘নাওনা আমায়’ গানটি প্রযোজনা করেছেন এস এস এন্টারটেনমেন্ট। মিউজিক ভিডিওটি শুটিং হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। ‘নাওনা আমায়’ মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন