জনপ্রিয় কার্টুন সিরিজ 'টম অ্যান্ড জেরি' ফের সিনেমার পর্দায় আসছে। সব ঠিক থাকলে ২০২১ সালের মার্চে ‘টম অ্যান্ড জেরি’ শিরোনামে হাইব্রিড লাইভ-অ্যাকশন এবং অ্যানিমেটেড সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটির বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মাইকেল পেঁয়া ও কলিন জোস্ট। পরিচালনা করেছে টিম স্টোরি। ১৭ নভেম্বর সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর তৈরি ‘টম অ্যান্ড জেরি’ জনপ্রিয় কার্টুন চরিত্র। এখানে টম একটি বিড়াল ও জেরি একটি ছোট ইঁদুর। আধুনিকতার ছোঁয়ায় ‘টম অ্যান্ড জেরি’ (Tom and Jerry) হয়েছে অ্যানিমেটেড লাইভ অ্যাকশন ফিল্ম।
উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারার কল্পনায় ভর করে চারের দশকে যাত্রা শুরু করেছিল টম আর জেরি। ছোটদের জন্য মজার কিছু করার তাগিদ থেকেই ইঁদুর-বিড়ালের লড়াইয়ের ভিত্তিতে ছোট ছোট কাহিনি সাজিয়েছিলেন দু’জন। সময়ের সঙ্গে সঙ্গে তাতে অনেক পরিবর্তন এসেছে। টম আর জেরির চেহারাও পালটেছে। তবে বন্ধুত্বের সেই চেনা খুনসুটি একই রয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার