বিশ্বের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ত্রয়োদশ আসরের মূল পর্ব গত সোমবার (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে। নর্দার্ন টেরিটরিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন ২৪ জন প্রতিযোগী, যার মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।
তিনি পুরো বিশ্বের কাছে বাংলাদেশি রান্নার সংস্কৃতিকে তুলে ধরতে শো’টির ত্রয়োদশ আসরে বাছাইপর্বে দেশীয় সকল পদের রান্নার ঝলক দেখান। বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন এই বাংলাদেশি রন্ধনশিল্পী।
এছাড়াও কিশোয়ার চৌধুরীকে নিয়ে বেশ সাড়া পড়েছে অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যমে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে প্রচুর উৎসাহ ও সমর্থন দিচ্ছেন। সকলের প্রত্যাশা তার মাধ্যমেই আন্তর্জাতিকভাবে আর ইন্ডিয়ান নয়, আমাদের ঐতিহ্যবাহী সুস্বাদু পদগুলো 'বাংলাদেশি ফুড' নামেই স্বীকৃতি পাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন / অন্তরা কবির