রবীন্দ্র ১৬০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ নাটক ডালিয়া আজ বিটিভিতে প্রচার হবে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে তৈরি। নাট্যরূপ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পরিচালনায় আকরাম খান।
নাটকটিতে দোয়েল ম্যাশ (দিলরুবা হোসেন দোয়েল) বিখ্যাত জুলেখার চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে, আরও অভিনয় করেছেন শাহানাজ খুশি-বৃন্দাবনের ছেলে দিব্য জ্যোতি। এটি বিটিভিতে আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রাত ৯টা ৩০মিনিটে বিটিভিতে প্রচার হবে।
বিডি প্রতিদিন/আরাফাত