জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত গান ’শ্রেষ্ঠ সন্তান’ এর নতুন ভিডিও ইউটিউবে রিলিজ করা হয়েছে।
শিল্পী ইমতিয়াজ মজুমদার বিবেকের ব্যবস্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান’-এ কণ্ঠ দিয়েছেন অঙ্কুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, ইরফানা তুষি, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...’।
শিব্বীর আহমেদ’র লেখা গানটি সুর করেছেন ইমতিয়াজ মজুমদার বিবেক ও ইরফানা তুষি।
বিডি প্রতিদিন/হিমেল