ভারতীয় মিডিয়ায় গত কয়েকদিন ধরে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল বিয়ে করবেন বলে একাধিক খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে- আসছে নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা। তবে এসব খবর নিয়ে এতদিন চুপ থাকলেও। এবার মুখ খুললেন ক্যাটরিনা!
এভাবে চারিদিকে বিয়ের খবর শুনে তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন, ‘এখনই বিয়ের পিঁড়িতে বসছি না। বার বার তার বিয়ের খবর কেন রটিয়ে দেওয়া হচ্ছে, তা নিজেও জানেন না।’ সব গুঞ্জন অস্বীকার করেছেন ক্যাটরিনা। তিনি ভিকির সঙ্গে বিয়ের খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে বারবার কেন এসব ছড়িয়ে পড়ছে? জবাবে ক্যাটরিনা বলেন, এই প্রশ্নটা বিগত ১৫ বছর ধরে আমি নিজেও করে চলেছি!
বিষয়টি নিয়ে ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠদের দাবি, এই খবর সম্পূর্ণ ভুল। তারা দু’জন এমন কোনো পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এ রকম গুঞ্জন ছড়ানোটা ইদানিং অভ্যাসে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যমের দাবি- চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে দেখা গেছে তাদের দু’জনকে, তবে জনসমক্ষে বজায় রেখেছেন দূরত্ব। দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক