আবৃত্তি এবং সম্প্রীতির গান পরিবেশন করেছে প্রাচ্যনাট। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিশেষ এ আয়োজনটি। অনুষ্ঠানে পথনাটক, পারফরম্যান্স আর্ট, ইন্সটলেশন আর্ট, আবৃত্তি এবং সম্প্রীতির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নাটকের দল, গানের দল ,আবৃত্তিকার, চিত্রশিল্পী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শেষে আলোর মিছিল করে প্রাচ্যনাট ও বন্ধুরা।
দেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে প্রাচ্যনাটের এ আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল