প্যারামাউন্ট পিকচারের নতুন অ্যানিমেশন ছবিতে জনপ্রিয় কমিক চরিত্র গ্যারফিল্ড-এ কণ্ঠ দেবেন ক্রিস প্র্যাট। হলিউড রিপোর্টার সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কমলা রঙের বিড়াল গ্যারফিল্ড ভীষণ দুষ্টু। একদমই পরিশ্রম করতে রাজি নয় সে, তবে খেতে ও ঘুমাতে ভীষণ ভালোবাসে।
প্যারামাউন্টের অ্যানিমেশন ছবিটি সম্পর্কে প্রথম ঘোষণা এসেছিল ২০১৬ সালে। ছবিটি পরিচালনা করবেন ম্যারি ডিন্ডাল। চিত্রনাট্য লেখার দায়িত্ব নিয়েছেন ডেভিড রেনোল্ডস।
গ্যারফিল্ড চরিত্রটি প্রথম সংবাদপত্রে প্রকাশিত হয় ১৯৭৮ সালে। এরপর তাকে বিয়ে একাধিক টেলিভিশন শো ও সিনেমা নির্মিত হয়েছে। ২০০৪ ও ২০০৬ সালে গ্যারফিল্ড চরিত্রটি নিয়ে নির্মিত ছবিতে কণ্ঠ দিয়েছিলেন কমেডিয়ান বিল মারে।
বিডি প্রতিদিন/ফারজানা