বেশ কিছু শক্তিশালী নারীকেন্দ্রিক ছবি করার দিকে মন দিয়েছেন কাজল। ‘হেলিকপ্টর ইলা’, ‘ত্রিভঙ্গ’ সেই তালিকায় জ্বলজ্বল করছে। সেরকমই আরও একটি ছবি করছেন কাজল। সম্প্রতি মুম্বাইতে হয়ে গেল সেই ছবির মহরতও।
সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন কাজল নিজে। পরনে তার হ্যান্ডলুমের শাড়ি। এক মায়ের চরিত্রে ফের দেখা যাবে কাজলকে। যেমনটা দেখা গিয়েছিল ‘হেলিকপ্টর ইলা’ ও ‘ত্রিভঙ্গ’ ছবিতে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কাজল লিখেছেন, “আজ আমরা নতুন গল্পের যাত্রা শুরু করলাম। এই গল্পটা বলা খুবই দরকার। 'সালাম ভেঙ্কি' এর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষায় আছি।”
ছবিটি পরিচালনা করছেন দক্ষিণের প্রশংসিত অভিনেত্রী রেবতি। যে ছবি কাজল শেয়ার করেছেন, তাতে ক্ল্যাপস্টিক হাতে রয়েছেন রেবতিও। সত্য গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘সালাম ভেঙ্কি’। সুরজ সিং, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুক্রেজা প্রযোজনা করছেন ছবিটি।
এদিকে, বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজকুমার হিরানির পরের ছবিতে নাকি অভিনয় করবেন কাজল। এ বিষয়ে কাজল বলেছেন, “আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনও কিছু ঠিক করিনি।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ