ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এর নতুন গানচিত্র ‘সময় গেছে থেমে’। জিয়াউন নাহারের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী।
বান্দরবানের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান তানজ ও মাহতাবিন মম। গানটি ড. তারান্নুম আফরীন অফিশিয়াল শীর্ষক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
নতুন এই গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘এই গানটি একেবারেই ভিন্ন রকম একটি প্রেমের গান। বর্তমান নাগরিক আবহে পাল্টে যাওয়া প্রেম আর সম্পর্কের গল্প ফুটে ওঠেছে এই গানে।’
‘সময় গেছে থেমে’ গানটির ভিডিও পরিচালনা করেছেন মো. কনক। প্রবাসী কণ্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন এর আরও একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।
বিডি প্রতিদিন/ফারজানা/রণক