রাজধানীর সিগন্যালে আটকে পড়া গাড়িগুলোর জানালায় উঁকি দিয়ে দিয়ে ফুল বিক্রির চেষ্টা করছে খেটে খাওয়া এক কিশোরী। তবে সাড়া মিলছে না। খুব সহজে বিক্রি হচ্ছে না ফুল। চড়া রোদে চোখেমুখে এক জীবনের ক্লান্তি আর হতাশা নিয়ে একসময় মেয়েটি বসে পড়লে ফুটপাতের আইল্যান্ডে।
মুহূর্তেই গল্পটি বদলে গেল। হঠাৎ এক তরুণ যখন আইল্যান্ডে তার পাশে বসার অনুমতি নিয়ে তার কাছে ফুল চাইলো। বললো.. আজ তার প্রিয় মানুষের জন্মদিন। তার জন্য ফুল নিতে হবে। কিন্ত পকেটে একবোরেই টাকা নেই। একপর্যায়ে মেয়েটির কাছে বিনে টাকায় ফুল চেয়েই বসলো যুবকটি। সেদিন ফুল বেঁচতে না পারলেও যুবকের আবদারে সাড়া এক মুহূর্ত দেরি করেনি দরিদ্র পরিবারের ওই মেয়েটি।
ছেলেটিকে টাকা ছাড়াই ফুল দিয়ে দিল। মেয়েটির এই উদার ও অসাধারণ মানসিকতা খুব সহজেই নাড়া দেবে যে কাউকেই। এই গল্প গতানুগতিক আর দশটা সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও থেকে থেকে একবারেই আলাদা। রমজানে সিঙ্গাপুরভিত্তিক লাইফস্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মিত সোস্যাল এক্সপেরিমেন্টাল এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের প্রভাবেই নজড় কেড়েছে মানুষের।
সমাজের বিত্তবান মানুষ দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং আসবে এটা আমাদের সামাজিক রীতি। কিন্তু দরিদ্রমানুষ যে তার সামান্য সামর্থ্যের মধ্যে মানুষকে সহযোগিতার মানসিকতা নিয়ে জন্ম নেয়, তারই বাস্তব রূপ এই ভিডিওচিত্র।
লাফজ’এর ‘রিয়েল পিপল.. রিয়েল স্টোরি’তে ফুল বিক্রেতা মেয়েটির মহত্ত্ব আমাদের তাই যেন মনে করিয়ে দিল আরেকবার। ১০৪ সেকেন্ডের এই ভিডিওটির গল্প খুব সহজে ভুলে যাওয়ার নয়। মানুষের বিবেকবোধ জাগ্রত করতে লাফজের এই উদ্যোগ আমাদের সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলবে এমনটাই মন্তব্য করেছেন অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ