কান চলচ্চিত্র উৎসবে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা টম ক্রুজকে। এবারের উৎসবে টম ক্রুজের ‘টপ গান; ম্যাভেরিক’ ছবিটি দেখানো হয়েছে।
উৎসবে এসে টম ক্রুজ লাল গালিচায় হেঁটেছেন, অটোগ্রাফ শিকারীদের আবদার মিটিয়েছেন, মঞ্চে সাক্ষাৎকার দিয়েছেন। এক পর্যায়ে সম্মানজনক পাম দর তুলে দেওয়া হয় টম ক্রুজের হাতে।
ফেস্টিভালের প্রেসিডেন্ট পিয়েরে লেসকিউর এ সম্মাননা ঘোষণা করেন। এসময় উপস্থিত দর্শকরা ৫৯ বয়সী টম ক্রুজকে দাঁড়িয়ে অভিবাদন জানান। টম ক্রুজের সম্মানে কানে বর্ণিল প্রদর্শনী করেছে এক ঝাঁক ফরাসি ফাইটার জেট।
কান উৎসবে টম ক্রুজ চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা, চলচ্চিত্র নির্মাণ ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, ‘আমি বড় পর্দার জন্য চলচ্চিত্র তৈরি করি।’
সূত্র : হাফিংটন পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা