‘চিনেবাদাম’ ছবির মুক্তির মাত্র চার দিন বাকি। তার আগেই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন নায়ক যশ দাশগুপ্ত। ছবির নির্মাতাদের সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণেই তিনি সরে যাচ্ছেন বলে জানিয়েছেন।
এরপর থেকেই রীতিমতো বিতর্ক টলিউডে। কারণ এই প্রসঙ্গে তোপ দেগেছেন প্রযোজক রানা সরকার। যশের টুইটের উত্তরে তিনি লেখেন, “টাকা পেয়ে গেছি আর কী চাই, এবার প্রোডিউসার মরুক।” এখানেই থামেননি তিনি। এরপর লেখেন, এনা এবং তার প্রযোজনা সংস্থার পাশে আছেন তিনি।
টলিউডের বিভিন্ন প্রসঙ্গে এর আগেও মুখ খুলেছেন রানা। পছন্দ না হলে সমালোচনা করতে ভাবেন না তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পর্যন্ত পড়তে হয়েছিল রানার সমালোচনার মুখে। সেখানে যশের ঘটনায় যে তিনি চুপ করে বসে থাকবেন না, তা বোঝাই যায়।
কলকাতার সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে, রানা বলেন, যশ বা অন্য নায়কদের নিজেদের বিরাট ভাবতে পারেন। কিন্তু তাদের অভিনয় দেখতে দর্শকরা হলে যান না। রানার বক্তব্য, তা হলে তাদের এমন বাহানা কেন বাকিরা সহ্য করবেন?
ইতোমধ্যে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রযোজক তথা ছবির নায়িকা এনা সাহার সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি বলেন, দুর্গাপুরে প্রচারে গিয়েছেন। যশ তাকে আলাদা করে কিছু জানাননি। এমনকি মেসেজও করেননি।
লকডাউনের পরে এনার প্রযোজনা সংস্থা শুধুমাত্র যশের সঙ্গে তিনটি ছবি করেছে। ‘এসওএস কলকাতা’, ‘চিনেবাদাম’। পরের ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-র শুটিংও শেষ বলে শোনা গেছে। সব চুক্তিও হয়ে আছে বলেই জানা গেছে।
এনার প্রশ্ন, “তার প্রযোজনা সংস্থার সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ হচ্ছে এটা তিনটি ছবিতে কাজ করার পর যশ বুঝতে পারলেন কেন!”
বিডি প্রতিদিন/কালাম