দক্ষিণ ভারতের নির্মাতা মারি সেল্ভারাজ পরিচালিত গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘কারনান’। এবার সিনেমাটি বাংলা ভাষায় ডাব হয়ে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’ নামে।
এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা ধানুশ ও রাজিশা বিজয়ন।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি, আজহাগাম পেরুমাল, জি এম কুমার, গৌরি জি কিশান, ইয়োগি বাবু, নটরাজন সুব্রামানিয়াম প্রমুখ।
ব্লকবাস্টার ‘কারনান’ গত বছরের ৯ এপ্রিল মুক্তি পায়।
পরে ১৪ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তি পায়। আগামী ১০ জুন থেকে সিনেমাটি বঙ্গ অ্যাপে উপভোগ করা যাবে।
গ্রামীণ প্রেক্ষাপটে শোষণ, বঞ্চনা, জাতিভেদ, সংস্কার, প্রেম ও দ্বন্দ্ব, সবমিলিয়ে উঁচু জাতের মানুষদের সাথে সংঘর্ষ নিয়ে নির্মিত হয়েছে কারনান-বিদ্রোহীর গল্প।
সিনেমাটির গল্পের শুরুতে একটি অসহায় ছোট মেয়েকে রাস্তার মাঝে অসহায় অবস্থায় মারা যেতে দেখা যায়। তার আশপাশ দিয়ে অনেক যানবাহন চলে গেলেও কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসেনা।
এই মৃত মেয়েটি পরবর্তীতে কাট্টু পেঁচি নামক দেবীতে রূপ নেয়! এদিকে হতদরিদ্র গ্রামের সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার যুবক কারনান গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট মেনে নিতে পারে না। তাই সে পাশের গ্রামের প্রভাবশালী ব্যক্তি ও বাস মালিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে!
বিডি প্রতিদিন/নাজমুল