চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচনে জোট বেঁধেছিলেন সেলিম খান ও ডিপজল। সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। আগামী ২০ আগস্ট সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, সংশোধিত তফসিলে দ্বিতীয়বার মনোনয়নপত্র তোলেননি ডিপজল। অন্যদিকে সেলিম খান মনোনয়ন সংগ্রহ করলেও প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন।
আবেদনে সেলিম খান লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমার প্রার্থিতা আমি প্রত্যাহার করলাম। আমার প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
অন্যদিকে ডিপজল জানান, ‘আমার শরীর ভালো নেই। অনেক দিন ধরেই অসুস্থ। কিছুদিন পরপরই দেশের বাইরে যেতে হয়। নির্বাচন করতে হলে সময় দিতে হবে, সেটি আমার পক্ষে সম্ভব না। এ কারণেই নির্বাচন করছি না।’
জানা গেছে, সংশোধনী ভোটার তালিকায় বাতিল হওয়া সাধারণ সদস্য ৫১ ভোটের মধ্যে প্রযোজক সেলিম খানের প্যানেলেরই প্রায় ৪৫টি ভোট বাতিল হয়েছে। সংশোধনীতে বর্তমান সাধারণ ভোটার ১০৮ জন ও সহযোগী ভোটার ৬৮ জন।
বিডি প্রতিদিন/ফারজানা