‘খুফিয়া’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে বাঁধনের। আজ শনিবার ছবিটির নতুন টিজার প্রকাশ করা হয়েছে। অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স।
এর আগের টিজারে চরিত্রগুলোর লুক প্রকাশ করা হয়েছিল, তবে কোনো সংলাপ ছিল না। এবারের টিজারে সংলাপ শোনা গেছে টাবুর মুখে। নতুন টিজারে টাবুর পাশাপাশি দেখা গেছে বাঁধনকে। বাঁধনের চরিত্রটির সঙ্গে দর্শকদের টাবু পরিচয় করিয়ে দিয়েছেন এভাবে, ‘ও ছিল খুবই অদ্ভুত। ও যখন হাঁচি দিত, একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিল। ওই রকম তিলের মতো আরেক জন ছিল আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিল, না আমার।’
বিশাল ভরদ্বাজের পরিচালিত এই সিনেমাটি অমর ভূষণের লেখা ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে।
বিডি প্রতিদিন/ফারজানা