ইউনিক ফ্যাশন স্টাইলের কারণে বার বার খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এবার ঘড়ি দিয়ে স্কার্ট বানিয়ে ভাইরাল হয়েছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী ও মডেল।
আজ রবিবার সকাল সকালে ইনস্টাগ্রামে নতুন ভিডিও প্রকাশ করেছেন উরফি। এতে দেখা যায়, বেশ কিছু ঘড়ি দিয়ে ব্যতিক্রমী স্কার্ট পরেছেন প্রাক্তন ‘বিগ বস’-তারকা। ভিডিওটি পোস্ট করে উরফি লিখেছেন, ‘এখন যেন কয়টা বাজে’!
ভিডিওর সঙ্গে উরফি বহুল আলোচিত ‘মানিকে মাগে হিতে’ গানটি জুড়ে দিয়েছেন। এরইমধ্যে তার ভিডিওটিতে ১ লাখ ৮৫ হাজারের বেশি লাইক পড়েছে।
এর আগে বস্তা দিয়ে বানানো পোশাক পরে ভাইরাল হন উরফি। এছাড়া নানা সময় ব্যতিক্রমী সব সাজ পোশাক পরে ভাইরাল হন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা