বিদেশি সেরা চলচ্চিত্র হিসেবে ২০২৩ সালের অস্কারে মনোনীত হয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে ছবিটি মনোনীত হয়েছে। ছবিটির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন নারীশিক্ষা কর্মী নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
মালালার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এক্সট্রা কারিকুলার প্রোডাকশন’-এর তত্ত্বাবধানেই নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’।
বছরের শুরুতেই কান চলচ্চিত্র উৎসবে এ ছবির প্রদর্শনী হয়েছিল। এরই মধ্যে ছবিটি ‘ক্যুইয়ার পাম’ ও ‘বিশেষ জুরি পুরস্কার’ জিতে নিয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে মালালা বলেছেন, আমি ভীষণভাবে গর্বিত এমন একটি সিনেমার সঙ্গে থাকতে পেরে।