সম্প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশি রক ব্যান্ড ডেমোক্রেটের প্রথম মৌলিক গান ‘জোছনা রাতে’। এই মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন আহমেদ রুবেল। তাঁকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। তাঁর সঙ্গে রয়েছেন তাহিয়া তাসনিম, নাইরুজ সিফাতসহ ব্যান্ড সদস্যরা।
গানটির সুরকার-গীতিকার ফজলে আজিম জুয়েল বলেন, ‘গানটিতে ৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা, কিন্তু সেটা এই সময় উপযোগী।’
ফিকশনটির নির্মাতা ফাহিন আরেফিন ইভান। ‘ডেমোক্রেট’র লাইন আপ-ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল), মন্জুরুল ইসলাম সুমন (গিটার) ও শামস্ ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)। এটি ‘ব্যান্ড ডেমোক্রেট’র নিজস্ব ইউটিউব চ্যানেল রিলিজ হয়।