দক্ষিণের ছবিতে জনপ্রিয় মুখ বিজয় সেতুপতি। ‘ফারজি’ দিয়ে ওয়েবে অভিষেক হতে যাচ্ছে তার। গতকাল ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এতে বিজয়ের সহশিল্পী হিসেবে আছেন বলিউডের জনপ্রিয় মুখ শহীদ কাপুর। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শহীদ জানিয়েছেন, বিজয় সেতুপতির কাছ থেকে শিখতে চান তিনি। শহীদ জানান, ‘তার সঙ্গে কাজের সুযোগ পাওয়া সম্মানের। সিরিজে আমাদের একসঙ্গে দৃশ্য বেশি নেই। তারপরও যখনই কাজের সুযোগ পেয়েছি, তার কাছ থেকে শেখার চেষ্টা করে গেছি’।
বলিউডে পরপর ছবি ফ্লপ হচ্ছে। করোনা পরবর্তী সময়টাতে ব্যবসায়িক সাফল্য পাওয়া হিন্দি ছবির সংখ্যা হাতে গোণা। উল্টোদিকে একের পর এক দক্ষিণী ছবি বক্স অফিসে সাফল্য অর্জন করছে। তবে উল্টো সুর শোনা গেছে বিজয়ের মুখে। তিনি বলেছেন, ‘শাহরুখ খান স্যারের ছবিতে (জওয়ান) ভিলেন হিসেবে কাজ করছি। ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবি (মেরি ক্রিসমাস) করছি। এসব শুনলে মানুষ গুরুত্বের সাথে নেয়। ফারজিতে শহীদ কাপুর আছে শুনে আমার কাজকে মানুষ গুরুত্বের সঙ্গে নিয়েছে’।
তামিল ছবিতেই বেশি কাজ করেন বিজয় সেতুপতি। অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। ‘ফারজি’ দিয়ে ওয়েবে অভিষেক হলেও তিনি এটিকে অভিষেক বলতে রাজি নন। তিনি জানান, আমি এটিকে অভিষেক বলতে রাজি নই। ২০১০ সালেই আমার অভিষেক হয়েছে। ১২ বছর হয়ে গেছে। এই সময়টাতে আমি প্রায় ৫৫টি ছবি করেছি। ফিচার ফিল্ম কিংবা বড় দৈর্ঘ্যের শো হোক, আমরা দর্শককে মুগ্ধ করার সমান চেষ্টাটুকুই করি। স্কুলে থাকতে প্রেমিকাকে মুগ্ধ করার চেষ্টা করতাম। অভিনয় করতে গিয়ে প্রতিটি শটে আমি সেই মেয়েটিকে মুগ্ধ করার চেষ্টা করি যাকে আমি ভালোবাসি!
বিডি প্রতিদিন/ফারজানা