নৌকায় ভোট দেওয়া দেশপ্রেমের অংশ বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। তাহলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উন্নতি হবে। তাই আমরা সবাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেব। নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা দেশপ্রেমেরই অংশ। প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী। তার কাছে যা চাই তা-ই পাওয়া যায়।’
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মাহি। এই চিত্রনায়িকা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে যদি নৌকার প্রার্থীর জয় হয়, তাহলে আমি ভাবব, আমি পাস করেছি। নৌকা যদি কোনো কারণে পাস নাও করে, তবুও আমি আপনাদের পাশে থাকব। সবাই নৌকার জন্য দোয়া করব। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব।’
তিনি আরও বলেন, ‘ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জে একটি উপজেলা। আমি চাই, জেলা শহর যেমন উন্নত, এই উপজেলা হবে তেমন উন্নত। ভোলাহাটকে ভুলে গেলে চলবে না। তাই চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান জিয়াকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি তাকে গিয়ে বলতে পারব- আপনাদের ভোলাহাটের জন্য কী কী লাগবে। যদি তিনি আপনাদের কথা না শোনেন, তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করতে পারব- আমাদের ভোলাহাটে কী কী লাগবে।’
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        