গত ২০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মিশন মজনু’ সেই অর্থে সাড়া ফেলতে পারেনি ভারতে। তবে সীমান্তের ওপারে পাকিস্তানে ছবিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্পাই থ্রিলার ধাঁচের চলচ্চিত্রের উপজীব্য ছিল, পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচি। ছবির মূল চরিত্র সিদ্ধার্থ মালহোত্রার মিশন ছিল পাকিস্তানের একটি গোপন পরমাণু চুল্লির সম্পর্কে খোঁজখবর নেওয়া। কাকতলীয়ভাবে সিনেমাটি মুক্তির দিন তিনেক পরেই পাকিস্তানজুড়ে শুরু হয় ব্যাপক লোডশেডিং।
এ ঘটনায় সিনেমাটির সঙ্গে বাস্তবতার কাল্পনিক যোগসূত্র বের করে চুটিয়ে রঙ্গভরা মিমের জোয়ার দেখা যাচ্ছে দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। কেউ কেউ পরিহাস করে বলছেন, মিশন তাহলে সফল, কিন্তু ভারতীয় চরেরা ভুল স্থাপনাকে (বিদ্যুৎকেন্দ্রে) টার্গেট করেছে। দেশটির কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে করছে এক তদন্ত। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তদন্তের বিষয়ে দেশটির জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বলেন, সরকারের সন্দেহ বিদ্যুৎ ব্যবস্থায় 'হ্যাকিংয়ের মতো বৈদেশিক হস্তক্ষেপ' ঘটতে পারে। তবে এ সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎহীন পাকিস্তানীদের মাথায় তাতেই যেন জ্বলে ওঠে দুষ্টু আইডিয়ার 'লাইট বাল্ব'। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাই 'মিশন মজনু সফল' বলে নানান রকম ছবি দিয়ে মিম বানিয়ে পোস্ট করছেন তারা। কারণটাও হয়তো এমন, বিদ্যুৎহীনতার রহস্যের উত্তর তারা জানতে চান; কিন্তু পাকিস্তানের সরকারি ব্যাখ্যায় আস্থা কম। তাই নিজেদের মতো রঙ্গ করেই দিচ্ছেন সব পোস্ট। যেমন মিশন মজনু সিনেমার পোস্টারসহ একটি পোস্টে লেখা হয়েছে, 'পরমাণু কেন্দ্র ওড়াতে গিয়ে, বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দিয়েছি'।
বিডি-প্রতিদিন/শফিক