২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:০০

লুকিয়ে আলিয়ার ছবি তোলা নিয়ে কী প্রতিক্রিয়া দেখালেন রণবীর?

অনলাইন ডেস্ক

লুকিয়ে আলিয়ার ছবি তোলা নিয়ে কী প্রতিক্রিয়া দেখালেন রণবীর?

রণবীরের সঙ্গে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

প্রতিবেশীর ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করেন বলিউড অভিনেত্রী আলিয়ার ভাটের দিকে। নিজের বাড়ির বৈঠকখানায় ফটোশিকারিদের লেন্সবন্দি হলেন তিনি। নিমেষে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। এমন ঘটনায় ক্ষুব্ধ হন আলিয়া। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রণবীর কাপুর। নিজের আগামী ছবি ‘তু ঝুটি মে মাক্কার’-এর প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন সময় স্ত্রী’র একান্ত যাপনের এই ছবি ছড়িয়ে পড়ে। 

এরই মধ্যে মুম্বাই ফিরেছেন রণবীর। সংবাদমাধ্যমের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল কাপুর পরিবারের। তবে এই ধরনের আচরণে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর?

ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ঘটনায় চিন্তিত রণবীর। বিশেষ করে মেয়ে রাহার নিরাপত্তা তাদের উদ্বেগের কারণ। যদিও মেয়ের বয়স দু’মাস হওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন, মেয়ে রাহা’র ছবি প্রকাশ না করার জন্য। এখনও পর্যন্ত কথা রেখেছেন আলোকচিত্রীরা। কিন্তু তার মাঝেই আলিয়ার ছবি ঘিরে যে কাণ্ড ঘটল তাতেই খানিকটা হলেও ক্ষুব্ধ রণবীর।

যদিও ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে দেখা মিলল আলিয়ার। পরনে ঢিলেঢালা গোলাপি স্যুট, খোলা চুল আর ‘নো মেকআপ’ লুকে আবার দেখা গেল তাকে। গাড়ি থেকে নেমে হেসে হাত নাড়লেন আলোকচিত্রীদের ক্যামেরায়। দিন দুই আগেই রাগে অগ্নিমূর্তি ধরেছিলেন আলিয়া। তবে বৃহস্পতিবার এইভাবে দেখে স্বস্তি পেয়েছেন আলিয়ার অনুরাগীরা।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর