১৯ মে, ২০২৩ ১২:০২

রাজনীতি ছেড়ে বিনোদন জগতে পা রাখবেন পরিণীতির হবু স্বামী?

অনলাইন ডেস্ক

রাজনীতি ছেড়ে বিনোদন জগতে পা রাখবেন পরিণীতির হবু স্বামী?

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সংগৃহীত ছবি

গত ১৩ মে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও দেশটির রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন এক সঙ্গে পথ চলার। বাগদানের পরে হবু স্ত্রীর ঠোঁটে চুম্বন এঁকে নিজের প্রেমের জানান দিয়েছেন পরিণীতির রাঘব চাড্ডা। আম আদমি পার্টির নেতা তিনি, রাজ্যসভার সাংসদও। পরিণীতি ও রাঘবের জগৎ একেবারে আলাদা। একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন দুঁদে রাজনীতিক। দুই দুনিয়ার মিশেলে মুগ্ধ গোটা ভারত। তবে বলিউড অভিনেত্রীকে বিয়ের পর কি বিনোদনের জগতের সঙ্গে আরও বেশি জড়িত হতে চলেছেন রাঘব চাড্ডা? অনুরাগীদের ধারণা অনেকটা সে রকমই।

পরিণীতির সঙ্গে তার প্রেম প্রকাশ্যে আসার আগেই বিনোদন জগতে পা রেখে ফেলেছেন আপ নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। মডেল হিসেবে ইতোমধ্যেই ফ্যাশন র‌্যাম্পে অভিষেক হয়েছে তার। চলতি বছরেই এক নামজাদা ফ্যাশন উইকে পোশাকশিল্পী পবন সচদেবার পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন রাঘব। ওই অনুষ্ঠানের অংশ ছিলেন ‘জুবিলি’ খ্যাত বলিউড অভিনেতা অপারশক্তি খুরানাও। আত্মপ্রকাশেই ভরপুর আত্মবিশ্বাস নিয়ে র‌্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল দুঁদে রাজনীতিককে।

বর্তমানে পেশায় রাজনীতিক হলেও যোগ্যতার দিক থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘব চাড্ডা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে লেখাপড়া করেছেন রাঘব। লন্ডনে লেখাপড়া করার সময় পরিণীতির সঙ্গে আলাপ হয় তার। তবে প্রেমের শুরু গত বছর থেকে। রাঘব ‘চামকিলা’র সেটে পরিণীতির সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল করেন রাঘব ও পরিণীতি।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর