বাংলাদেশের গণমাধ্যমে চীন-সম্পর্কিত প্রোগ্রাম ও নাটক-চলচ্চিত্র নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিকালে ঢাকায় হয়ে গেল ‘টিভি পর্দায় চীন উৎসব’ শীর্ষক এক অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং দীপ্ত টিভি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালোং। সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চীনের আর্থ-সামাজিক উন্নয়নে মুগ্ধতা ব্যক্ত করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এক সময় অজানা, রহস্যঘেরা দেশটি এখন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযাত্রী হয়ে উঠেছে।
তিনি বলেন, “আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি। কিছুদিন আগে আমি সরকারি সফরে চীনে যাই। কিন্তু চীনের সৌন্দর্য দেখে আমি সত্যিকার অর্থেই মুগ্ধ ও অভিভূত হয়েছি। তারা দেশটিকে স্বপ্নের মতো সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা, মানুষের ব্যবহার ও সময়ানুবর্তীতা আমাকে মুগ্ধ করেছে।”
প্রতিমন্ত্রী বলেন, সিএমজি যে ধরনের অনুষ্ঠান আয়োজন করছে, তা দু দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে আরও আগ্রহ সৃষ্টি করবে।
চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালোং তার বক্তব্যে চীনা ভাষা শিখতে, পড়তে কিংবা কাজ করতে চীন যাওয়ার জন্য বাংলাদেশের যুবকদের উৎসাহ দেন।
তিনি বলেন, সংস্কৃতি ও শিক্ষা দুটি দেশের জনগণের মধ্যে আন্তরিক সম্পর্ক স্থাপন করতে পারে এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক দুটি দেশকে আরও ঘনিষ্ঠ করতে পারে।
তিনি উল্লেখ করেন, গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে অবকাঠামো, কৃষি ও শিল্প খাতের পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে একমত হন। সে লক্ষ্যে দুদেশ কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশের গণমাধ্যমে চীনের বিভিন্ন অনুষ্ঠান ও সিরিজের প্রচার নিয়ে আয়েজিত হয় ‘টিভি পর্দায় চীন উৎসব’। বাংলাদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সিএমজি প্রযোজিত ও নির্মিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এ অনুষ্ঠানে তুলে ধরা হয় চীনের বর্ণিল সংস্কৃতির নানা উপাদান, কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রম এবং এক অঞ্চল এক পথ উদ্যোগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের পরিচিতি। পাশাপাশি এতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপরও আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় দীপ্ত টিভিতে প্রচারিত চীনের ধারাবাহিক নাটক 'রহস্যময়ী'র পরিচিতি; পরিচয় করিয়ে দেওয়া হয় নাটকের ডাবিং শিল্পীদের কয়েকজনকে, যারা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন দর্শক-শ্রোতাদের সঙ্গে। বাংলায় ডাবিংকৃত এ নাটকটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, চায়না রেলওয়ে বাংলাদেশ প্রকল্পের প্রধান শি ইউয়ান, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির বাংলাদেশ প্রকল্পের প্রধান ফাং মিং এবং নিউ হোপ গ্রুপের বাংলাদেশ প্রকল্পের প্রধান হা ছুয়ান শুই।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি। সবশেষে অতিথিদের নিয়ে আপন এন্টারটেইমমেন্ট নামের ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন ঘোষণা করে কেট কাটা হয়। চীনা নাটক, চলচ্চিত্র ও কার্টুন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পাওয়া যাবে এই চ্যানেলে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ