২৫ মে, ২০২৪ ১১:০৬

নির্বাচনে দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ, বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তেজনা

অনলাইন ডেস্ক

নির্বাচনে দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ, বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তেজনা

ফাইল ছবি

আজ শনিবার ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট চলছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮টি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। এ দফায় পশ্চিমবঙ্গের ৮ আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ঘাটাল কেন্দ্রে দুই বারের সংসদ সদস্য তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী (দেব), বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ), কংগ্রেসের পাপিয়া চক্রবর্তী। 

যদিও শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হিরণ। যত বেলা গড়িয়েছে পুলিশের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন তিনি। ঘাটালের আনন্দপুরে সাধারণ মানুষের সঙ্গেও বাদানুবাদে জড়ালেন বিজেপি-র প্রার্থী হিরণ। তিনি এসে গোলমাল বাঁধিয়েছেন, ভোটদানে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুললেন সাধারণ মানুষ। পুলিশ আধিকারিকের সঙ্গেও তীব্র ঝামেলা বাধে বিজেপি-র তারকা প্রার্থীর। সেই নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থী দেব। তবে বিরোধী দলের প্রার্থীদের আবারও সৌজন্যই দেখিয়েছেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন দেব। এরপরও সেখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র : এবিপি আনন্দ।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর