অশালীন ভঙ্গি দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলিউড গায়িকা ও অভিনেত্রী সোফি চৌধুরী। ভারতের মুম্বাইয়ে জনসমক্ষে এই ঘটনা ঘটে তাঁর সঙ্গে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি।
ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাসখানেক আগে ঘটেছে এই ঘটনা। সোফি জানিয়েছেন, তিনি গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি অশালীন ভঙ্গি দেখাতে শুরু করেন।
‘বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলে খুবই অশালীন ভঙ্গিতে তাকাচ্ছিল। ঘটনাটি এতটাই বিব্রতকর ছিল যে আমি মানসিকভাবে ভেঙে পড়ি,’ বলেন সোফি।
সোফির ধারণা, ব্যক্তি হয়তো সচেতনভাবে এমনটি করেননি, তবে তিনি বলেন, ‘অনেক সময় পুরুষেরা কোনো কারণ ছাড়াই এমন কাণ্ড ঘটিয়ে থাকে।’
তবে এটিই ছিল না তাঁর একমাত্র অভিজ্ঞতা। তিনি আরও জানান, খার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি বাইক নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে থাকে।
শুধু ভারতেই নয়, লন্ডনে পড়াকালীনও সোফির এমন অভিজ্ঞতা হয়েছে। ‘তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে হঠাৎ ছবি তুলতে শুরু করে,’ বলেন তিনি।
বর্তমানে সোফির সঙ্গে নিরাপত্তারক্ষী থাকলেও কিছু অনুরাগী সেলফির অজুহাতে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, এমন অভিযোগও করেছেন তিনি।
‘আমরা যারা পাবলিক ফিগার, আমাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রায়ই। নিরাপত্তারক্ষী থাকার পরও নিরাপদ বোধ করি না,’ বলেন সোফি।
বিডি প্রতিদিন/আশিক