ভিআইপিদের কতো কষ্ট! সাংবাদিকরা রিপোর্ট করলে মান-ইজ্জত থাকে না বলে নতুন আইন করতে হলো! যাতে সাংবাদিক বা জনগণ যে কেউ তাদের মান-ইজ্জত নিয়ে খেলা করলে খাঁচায় ভরা যায়।
উল্টো পথে গেলেও পাবলিক ভিআইপিদের ইজ্জত নিয়ে খেলে। এবার তাই ঢাকার রাস্তায় উনাদের জন্য ভিআইপি লেন করার প্রস্তাব। মন্তব্য: দেশের মানুষের সেবা করতে করতে উনারা হয়তো ক্লান্ত। বিশ্রাম দরকার।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা