আমার শরীরের চামড়া বনাম আমাদের আপেক্ষিক চিন্তা ভাবনা--কারও কাছে স্বর্গীয়, কারও কাছে পাপ , কারও কাছে অশ্লীল; কারও কাছে ধর্ম বিরোধী, কারও কাছে সুন্দরের পূজারি ।
আর আমার কাছে উপভোগ করা, নিজেকে উপভোগ করা। আমি চাই না হতে জান্নাতবাসী, আমি আনন্দবাসী হতে চাই। নিজের অস্তিত্বকে নিয়ে আনন্দ...
আমি খুঁজে ফিরে বেড়াই না, আমি আবিষ্কার করি আমাতেই...আমি কি পাপী আমার স্বাধীনতায়?
তাহলে না হয় মেনেই নিলাম পাপকে, স্বাধীনতাকে ভালবেসে...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ফারজানা