বাংলাদেশ। বিদেশে থাকলে হৃদয়ের গভীরে থেকে শতদল মেলে নামটি যেন বার বার বেরিয়ে এসে ঠোঁটে উচ্চারিত হতে থাকে। যেমন, সাধারণ কোনো পরিচয়েই বলতে হয়, হাই! আই অ্যাম নুরএলাহি মিনা ফ্রম পার্মান্যান্ট মিশন অব বাংলাদেশ। আর কোনো সেমিনার বা এক্সিবিশন এবং সেখানে যদি বিদেশীদের দৃষ্টি কেন্দ্রে থাকে ‘বাংলাদেশ’, তাহলে তো কথাই নেই।
এমনটিই হল আজ। আমার ওয়ালে এটা নিয়ে বিস্তারিত একটি পোস্ট কিছুক্ষণ আগেই দিয়েছি, অনুরোধ জানাচ্ছি পড়ে দেখবার জন্য।
সংক্ষেপে বিষয়টি হল জাতিসংঘ সদরদপ্তরে আজ বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে ‘দ্বীপ থেকে দ্বীপে লুই আই. ক্যান এর সৃজনশীল পদচারণা’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বখ্যাত স্থপতি লুই আই. ক্যান এর অমর সৃষ্টি ‘বাংলাদেশ জাতীয় সংসদ ভবন’ এর একটি মডেল যা নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের।
আর এখানেই এস্তোনিয়ার রাষ্ট্রপতি মিজ্ কারস্টি কালজুলেইড এর সাথে আমার দ্বিতীয়বার দেখা হল। উদার, সরল ও মহান মানুষ এস্তোনিয়ার রাষ্ট্রপতি মিজ্ কারস্টি কালজুলেইড এর সাথে আমার প্রথম দেখা হয় গত ২০ মার্চ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিস-এ জাতিসংঘের ২য় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের সময়। সামিট ভ্যেনুর পাশের একটি পার্ক দিয়ে জনাকয়েক সফরসঙ্গী সমেত তিনি পায়ে হেঁটে যাচ্ছিলেন। আমি রাষ্ট্রদূতের সাথে সে সময় পার্কে দাঁড়িয়ে মাল্টার জুস খাচ্ছিলাম। খুব সহযেই আমরা আলাপচারিতায় লিপ্ত হলাম। দ্বিতীয় এই সাক্ষাৎটি ছিল আমার জন্য অনেক আনন্দের। ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করলাম।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যর একটি যাদুঘর থেকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের এই মডেলটি আনা হয়েছে।
ভিডিওটি ধারণ করেছেন নিউইয়র্কস্থ সাংবাদিক আব্দুল হামিদ।
লেখক: প্রথম সচিব (প্রেস), জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন